বাংলার তিনটি আসনে উপ-নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তি জারি করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখান থেকে জানা গেছে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রার্থী তপনদেব সিংহ, নদিয়ার করিমপুরে বিমলেন্দু সিংহ রায় এবং খড়্গপুর সদরে প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার।
খড়গপুর সদর বিধানসভা আসনের জন্য প্রার্থী হিসেবে প্রদীপ সরকারের নাম ঘোষণা করেন পার্থ। বিজেপির বিধায়ক দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হওয়ায় এই আসনে বিধানসভা উপ-নির্বাচন হচ্ছে। করিমপুর বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন তৃণমূলের বিমলেন্দু সিং রায়। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহুয়া মৈত্রও সাংসদ নির্বাচিত হওয়ায় এই আসনটি খালি হয়েছে। সেই কারণে হচ্ছে উপ-নির্বাচন। অন্যদিকে করিমপুর আসনের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ মৃত্যুর কারণে উপ-নির্বাচন হচ্ছে। সেখানে তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছেন বিমলেন্দু সিং রায়।
আগামী ২৫ নভেম্বর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন। বাংলা এবং উত্তরাখণ্ডের মোট চারটি আসনে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। দুটি রাজ্যেই একইদিনে ভোটগ্রহণ হবে। ফলাফল প্রকাশিত হবে ২৮ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর বলে জানা গিয়েছে। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ১১ নভেম্বর।