কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ একইসঙ্গে বিদেশ থেকে সাংসদদের দল আনিয়ে কাশ্মীরের পরিস্থিতি যাচাইয়ের কেন্দ্রীয় সরকারের কৌশলকেও এদিন কড়া আক্রমণ করেছেন মমতা৷
https://www.facebook.com/ekhonkhobor18/videos/418280142427309/
বৃহস্পতিবার সল্টলেক সিটি সেন্টারে একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জম্মু কাশ্মীর এখন পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা যখন কাশ্মীর সফর করছিলেন, সেখানে সতর্কতা মূলক ব্যবস্থা থাকার পরও কীভাবে শ্রমিকদের হত্যা করা হয়েছিল? এই খুনের তদন্ত হওয়া প্রয়োজন’৷ মমতার কথায়, ‘কে কোথাকার লোক সেটা বড় কথা নয়। বড় কথা তাঁরা সবাই মানুষ’। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, ‘পরিকল্পনা করে খুন করা হয়েছে এই শ্রমিকদের। তাঁরা বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। তার মধ্যেই এই নৃশংস হামলা চালায় জঙ্গীরা’।
৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই জম্মু, কাশ্মীর ও লাদাখের প্রশাসন কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকেই জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পথ চলা শুরু করছে সরকারি ভাবে। এদিন সরাসরি না বললেও, বাংলার শ্রমিকদের উপরের হামলার ঘটনায় দায় যে কেন্দ্রেরই সেটা স্পষ্ট করে দিয়ে মমতা বলেন, ‘এরাজ্যেও তো কত অন্য রাজ্যের মানুষ রয়েছেন। তাঁরা কিন্তু বাংলায় নিরাপদেই আছেন’।