বিশ্বের কাছে এখন সবথেকে বেশি চিন্তার বিষয় হল পরিবেশ রক্ষা। দূষণ ও ভারসাম্যহীনতার প্রভাবে পরিবেশে বিশাল ক্ষতি হচ্ছে। তাই যে যে ক্ষেত্রে যে যে উপায়ে পরিবেশ রক্ষা ও সচেতনতা বাড়ানো সম্ভব সেদিকেই নজর দেওয়া হচ্ছে। এইবার সেই রেশ এসে পড়ল অলিম্পিকে। পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ টোকিও অলিম্পিক সংগঠক কমিটির। এবার ই-বর্জ্য থেকে ধাতু নিষ্কাশন করে তা থেকে তৈরি সোনা-রুপোর মেডেলই তুলে দেওয়া হবে জয়ী খেলোয়াড়দের হাতে।
২০২০ সালের ২৪ জুলাই থেকে জাপানের রাজধানী টোকিও শহরে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে চলেছে। দেশ-বিদেশের খেলোয়াড়রা নামবেন পদকের লড়াইয়ে। সেইসব খেলায় যাঁরা প্রথম তিনটি স্থান দখল করবেন, তাঁদের সোনা, রুপো এবং ব্রোঞ্জের পদক দেওয়া হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, সব মিলিয়ে ৫ হাজার পদক লাগবে। কিন্তু, সোনা, রুপো এবং ব্রোঞ্জ দিয়ে ওই বিপুল সংখ্যক মেডেল তৈরি করার খরচ অনেক বেশি। তাই ২০১৭ সালে উদ্যোক্তারা পরিকল্পনা নিয়েছিলেন, বৈদ্যুতিন বর্জ্য থেকেই মেডেল তৈরির সোনা-রুপো সংগ্রহ করা হবে। এর ফলে মেডেল তৈরির খরচও কমানো যাচ্ছে এবং পরিবেশ-বান্ধব প্রকল্প হিসেবে ই-বর্জ্যেরও সঠিকভাবে ব্যবহার হচ্ছে।
২০১৭ সালের প্রথম দিকেই ‘টোকিও ২০২০ মেডেল প্রকল্প’ চালু করা হয়। সেখানে দেশের জনগণের কাছে আবেদন করা হয়, তাঁদের ব্যবহৃত এবং পরে বাতিল হওয়া ছোট ছোট বৈদ্যুতিন সামগ্রীগুলি অলিম্পিক উদ্যোক্তাদের দিয়ে দিতে। ২০১৭ সালে ১ এপ্রিল থেকে এই ই-বর্জ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছিল। মূলত মোবাইল ফোনকেই বেছে নেওয়া হয় এই প্রকল্পের আওতায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানের সাধারণ মানুষ বিপুল আগ্রহ নিয়ে এই প্রকল্পে অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ১৬২১টি পুরসভার মাধ্যমে এই ই-বর্জ্যগুলি সংগ্রহ করা হয়। পুরসভাগুলি বিভিন্ন অনুষ্ঠান করে নগরবাসীর কাছ থেকে তা সংগ্রহ করে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় এই বর্জ্য সংগ্রহের জন্য বিশেষ ডাস্টবিনও তৈরি করা হয়েছিল। সেখান থেকেও প্রচুর ই-বর্জ্য সংগ্রহ করা হয়। একইসঙ্গে একটি বেসরকারি মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে এই কাজে নিযুক্ত করা হয়।
অলিম্পিক কমিটি জানিয়েছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ই-বর্জ্য সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭৮ হাজার ৯৮৫ টন ই-বর্জ্য সংগ্রহ করা হয়। এছাড়াও বেসরকারি সংস্থার পক্ষ থেকে তাদের বিভিন্ন আউটলেটের মাধ্যমে ৬২ লক্ষ ১০ হাজার মোবাইল সংগ্রহ করা হয়েছে। এখন এই সমস্ত ই-বর্জ্য থেকে সোনা, রুপো এবং ব্রোঞ্জ সংগ্রহ করা হবে।