ম্যানেজমেন্ট কোর্সে দেশের সেরা কলকাতা। ম্যানেজমেন্ট ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে গোটা বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই নিজেদের সমীক্ষার আওতায় আনে এফটিএম। চলতি বছরে এই তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যায়, দেশের অন্যান্য বিজনেস স্কুলগুলিকে পিছনে ফেলে দিয়েছে আইআইএম কলকাতা। বিশ্বের ১০০টি ম্যানেজমেন্ট কলেজের মধ্যে ২১তম স্থানে রয়েছে আহমেদাবাদ আইআইএম এবং ৪৪ তম স্থানে রয়েছে বেঙ্গালুরু আইআইএম।
আইআইএম কলকাতার ডিন, অধ্যাপক প্রশান্ত মিশ্র বলেছেন, “আন্তর্জাতিক ম্যানেজমেন্ট কলেজগুলির তালিকায় প্রথম কুড়ির মধ্যেই রয়েছে আমাদের কলেজ। এই কলেজের অধ্যাপকরা দেশের সেরা। আমরা ছাত্রছাত্রীদের জন্য আদর্শ পরিবেশও তৈরি করেছি। কেরিয়ারের সুবিধাও এই কলেজে অনেক বেশি।”
দু’বছরের এমবিএ কোর্সে ছাত্রছাত্রী সংখ্যা, কেরিয়ারের সুযোগ, পড়ুয়াদের প্রাপ্ত নম্বর, কলেজ বোর্ডে মহিলা কর্মীর সংখ্যা, আন্তর্জাতিক স্তরে চাকরির সুযোগ, অধ্যাপক-অধ্যাপিকাদের সংখ্যা, পিএইচডি স্কলার ইত্যাদির ভিত্তিতে বিশ্বের সেরা ১০০টি কলেজ বেছে নেয় ফিনান্সিয়াল টাইমস মাস্টার্স।
উল্লেখ্য, গত বছর ফিনান্সিয়াল টাইমস মাস্টার্সেরই সমীক্ষায় ২৩তম স্থানে ছিল আইআইএম কলকাতা। চলতি বছর আইআইএম আহমেদাবাদ ও আইআইএম বেঙ্গালুরুকে পিছনে ফেলে দিয়েছে আইআইএম কলকাতা।