সারা দেশজুড়ে কয়েক হাজার প্রথম শ্রেণির ক্রিকেটার ছড়িয়ে আছে। কিন্তু তাঁদের নিরাপত্তা নিয়ে এতদিন কোনো মাথাব্যথা ছিল না ভারতীয় বোর্ডের। এইবার নতুন সভাপতির হাত ধরে সেই ব্যবস্থাই আনতে চলেছে বিসিসিআই। তাঁদের নিরাপত্তা দিতে চুক্তি ব্যবস্থা চালু করতে চলেছে বিসিসিআই। সোমবার এক সাক্ষাৎকারে এমনই আভাস দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাঁদের ম্যাচ ফি বাড়ানোর চেষ্টা করবেন। তিনি চান, দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটারদের মতো ঘরোয়া ক্রিকেটেঅংশগ্রহণকারী খেলোয়াড়দেরও বার্ষিক চুক্তির আওতায় আনতে, যা তাঁদের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করবে। সৌরভের কথায়, ‘প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য আমরা চুক্তি ব্যবস্থা চালু করব। আমরা যারা বোর্ডের পদাধিকারী, তারা নতুন অর্থনৈতিক সাব কমিটিকে চুক্তি প্রক্রিয়া তৈরি করতে বলব।’ তিনি আরও বলেন, ‘সবে চার-পাঁচ দিন হয়েছে এবং এর মাঝে দীপাবলির ছুটিও পড়েছে। সবকিছু ঠিকঠাক করতে দুই সপ্তাহ মতো সময় লাগবে। অনেক কাজ শুরু হয়েছে।’
উল্লেখ্য, বর্তমানে একজন প্রথম শ্রেণির ক্রিকেটার বছরে ম্যাচ ফি বাবদ ২৫-৩০ লাখ টাকা পান, যা ম্যাচ সংখ্যার উপর নির্ভর করে। একটি প্রথম শ্রেণির ম্যাচের জন্য দৈনিক ভাতা ছাড়া একজন ক্রিকেটার প্রতিদিন ৩৫,০০০ টাকা পেয়ে থাকেন। সেই সঙ্গে সম্প্রচারের বরাত বাবদ বিসিসিআই যে অর্থ আয় করে, তার ১৩% ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে বণ্টন করা হয়।