কুস্তির রিং ছেড়ে বেরিয়ে গেছেন ৫ বছর আগে। তবু আজও পেশাদারি কুস্তির দুনিয়ায় সবচেয়ে বিতর্কিত ও আলোচিত নামগুলির মধ্যে একজন সি এম পাংক। ফের একবার খবরে প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন। তবে এবারে তাঁর ব্যর্থ এমএমএ কেরিয়ারের জন্য নয়, বরং ফের একবার পেশাদারি কুস্তিতে ফেরার জন্যে।
মার্কিন পেশাদারী কুস্তিগীর পাংক জানিয়েছেন, “৫ বছর ধরে আমায় একই প্রশ্ন করা হয়েছে, কবে ফিরছি? আমি আগেও বলেছি, আমি পেশাদারি কুস্তিকে ঘৃণা করি না। তবে তখনই ফিরতে রাজি ছিলাম না। বলছি না যে খুব বেশি কিছু আশা করছি, তবে এখন ফিরতে চাই”। তবে তিনি WWE নাকি AEW-তে ফিরতে আগ্রহী, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পাংক। দুই সংস্থাই নাকি তাঁকে নিতে আগ্রহী, এমনই দাবি প্রাক্তন চ্যাম্পিয়নের।