প্রেসিডেন্ট হয়ে ঘরে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর শুক্রবার বিকেলে সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্টের জন্য সিএবি’তে বন্দোবস্ত ছিল রাজকীয় সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে এদিন স্বাভাবিকভাবেই বোর্ড প্রসিডেন্ট হিসেবে তাঁর আগামীদিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আভাস দিলেন মহারাজ। যার মধ্যে অন্যতম ছিল ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট চালু করার ভাবনা। এবিষয়ে সৌরভ জানালেন, ‘আমি বরাবরই দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের পক্ষে। বিরাটও সায় দিয়েছে’।
সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে বোর্ড প্রেসিডেন্ট বললেন, ‘‘টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরানোর জন্য দিন-রাতের টেস্ট শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরাটও বিষয়টির সঙ্গে একমত। অনেক সংবাদপত্রেই দেখেছি লেখা হয়েছে বিরাট দিন-রাতের টেস্ট সমর্থন করে না। কিন্তু আমার তা মনে হল না।’’ যোগ করেন, ‘‘আগে অফিস ছুটি নিয়ে সকালে খেলা দেখতে আসতেন অনেকে। এখন সেই সুযোগ ক্রমশ কমতে শুরু করেছে। কাজ শেষ করার পরে টেস্ট উপভোগ করার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। কিন্তু এখনই বলা যাচ্ছে না, কবে তা শুরু করা যাবে।’’
সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে তাঁর দিকে তাকিয়ে ভক্তরাও। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, জাহির খান, যুবরাজ সিংহদের নতুন দায়িত্বে দেখতে অনেকেই চান। কিন্তু স্বার্থ-সংঘাতের জন্য সেই দায়িত্ব নিতে চাইছেন না। সৌরভ আশ্বাস দিলেন, ‘‘ইতিমধ্যেই সিওএ-র শেষ স্টেটাস রিপোর্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। স্বার্থ-সংঘাত বিষয়টি আরও এক বার পরীক্ষা করা হবে। স্বার্থ সংঘাতের জন্য বড় ক্রিকেটারদের দায়িত্ব থেকে বঞ্চিত হতে দেওয়া যায় না।’’
এদিন সিএবি’তে মহারাজের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন অধিনায়ক তথা সৌরভের একদা সতীর্থ মহম্মদ আজহারউদ্দিন ও ভিভিএস লক্ষ্মণ। অধিনায়ক হিসেবে সৌরভ ভারতীয় ক্রিকেটকে যেভাবে গৌরবান্বিত করেছেন, বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবেও একইভাবে ভারতীয় ক্রিকেটকে তিনি সেবা করবেন বলে জানান তাঁরা। এছাড়াও ভিডিওবার্তার মাধ্যমে সৌরভকে নয়া ইনিংসের জন্য শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসন।\