সদ্য তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন। আর বোর্ড সভাপতি হওয়ার পর গতকালই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন আরেক ভারতীয় তারকা রোহিত শর্মাও। ভারতীয় ক্রিকেটের নানা ইস্যু ছাড়াও তিনজনের মধ্যে গোলাপি বল দিয়ে টেস্ট খেলা নিয়েও আলোচনা হয়।
বুধবারই আনুষ্ঠানিক ভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতির চেয়ারে বসার ১ দিনের মধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনা সারেন সৌরভ। মুম্বইয়ে বৃহস্পতিবার এই হাইপ্রোফাইল বৈঠক হয়। বৈঠকে ছিলেন কোহলির ডেপুটি রোহিত শর্মাও। ছিলেন নতুন বোর্ড সচিব জয় শাহও।
দায়িত্ব নিয়েই সৌরভ বলেছিলেন যে কোহলিই ভারতীয় ক্রিকেটের আসল লোক। সেইমতই ভারতীয় ক্রিকেটের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় তিনজনের মধ্যে। সৌরভ চাইছেন বাংলাদেশ সফরে ভারতীয় দল গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলুক। তা নিয়েও কোহলির সঙ্গে আলোচনা হয় বোর্ড সভাপতির। তবে এই বৈঠকে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ছিলেন না। সূত্রের খবর, ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের সময় সৌরভ-শাস্ত্রী বৈঠক হতে পারে।