ফের ধনীতম ব্যক্তির শিরোপা ছিনিয়ে নিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোসকে টপকে তিনি উঠে এলেন ১ নম্বরে। জেফ বেজোস আর পৃথিবীর শ্রেষ্ঠ ধনী নন। অ্যামাজনের শেয়ারে বড়সড় পতন ঘটায় ফোর্বস-এর সেরা ধনীর তালিকায় এক থেকে দুই নম্বরে নেমে এলেন তিনি।
বিল গেটসের বর্তমান সম্পত্তির পরিমাণ ১০৫.৭ বিলিয়ন ডলার। টানা ২১ বছর ধরে পৃথিবীর ধনীতম ব্যক্তি থাকার পর ২০১৮-য় জেফ বেজোসের কাছে হেরে যান বিল গেটস। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ১৬০ বিলিয়ন ডলারের অধিকারী হন বেজোস। তবে চলতি বছরে স্টক মার্কেটে অ্যামাজনের শেয়ার মূল্য পড়েছে প্রায় সাত বিলিয়ন ডলার। গতকাল অ্যামাজনের শেয়ার-মূল্যে ৭% পতন ঘটে ১০৩.৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
১৯৮৭ সালে প্রথমবার ফোর্বস-এর ধনী ব্যক্তির তালিকায় ঢোকে বিল গেটসের নাম। তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১.২৫ বিলিয়ন ডলার। ১.৬ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে ১৯৯৮ সালে প্রথমবার ফোর্বসের তালিকায় জায়গা করে নেন জেফ বেজোস। আর এই বছর তাঁদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের হারানো জমি ছিনিয়ে নিলেন বিল গেটস।