প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল আগামী মাসের ভারত-বাংলাদেশ সিরিজ। তবে আজ সকালে বাংলাদেশের ক্রিকেটাররা ধর্মঘট তুলে নেওয়াই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতীয় শিবিরও। সবমিলিয়ে বিস্তর আকছাআকছির মধ্যেই টেস্ট এবং টি-২০ এর জন্য আজ বিকেলে ঘোষণা হয়ে গেল ভারতীয় স্কোয়াড। টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। অন্যদিকে টি-২০ তে বিশ্রামে পাঠানো হল বিরাটকে। তাঁর জায়গায় দলকে টি-২০ সিরিজের জন্য নেতৃত্ব দেবেন ‘হিটম্যান’ রোহিত শর্মা।
বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বৈঠক শেষ হতেই বিসিসিআই-এর তরফে ঘোষিত হয় ভারতীয় দল। টেস্টে দক্ষিণ আফ্রিকায় যে ভারতীয় দল খেলেছে, তাঁরাই খেলবে বাংলাদেশের সঙ্গেও। খুব সামান্যই পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে যাঁরা খেলবেন, তাঁরা হলেন- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল এবং ঋষভ পন্থ।
অন্যদিকে টি-২০ তে বাংলাদেশের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তিনি ছাড়াও এই দলে রয়েছেন- শিখর ধাওয়ান, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহল, রাহুল চাহর, খলিল আহমেদ, শিবম দুবে এবং শার্দূল ঠাকুর।