গতকালই মুমূর্ষু দুই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল ও এমটিএনএলের সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। সংস্থাগুলির পুনরুজ্জীবনের জন্য এই পদক্ষেপ অনেক আগেই নেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করছেন বিএসএনএল-এমটিএনএলের কর্মীরা। আর জমি-সহ বিএসএনএলের সম্পত্তি বিক্রি বা কর্মীদের স্বেচ্ছাবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও বেজায় ক্ষুব্ধ তাঁরা। বেশিরভাগ কর্মী সংগঠনেরই সায় নেই এতে। বিএসএসএল এমপ্লয়িজ ইউনিয়নের এক নেতা যেমন সাফ জানিয়ে দেন, ‘দেরিতে ঘুম ভেঙেছে মোদী সরকারের।
অনেক দেরি হয়ে গেছে। তবে কর্মী সংখ্যা কমানোই যদি সরকারের লক্ষ্য হয়ে থাকে, তবে আন্দোলনের পথ থেকে সরছি না।’ তিনি এ-ও জানিয়েছেন যে, একইসঙ্গে মন্ত্রীসভার সম্পূর্ণ সিদ্ধান্তের কপি পাওয়ার জন্য অপেক্ষা করছেন সকল কর্মী সংগঠনের নেতারাই। সেই কপি হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।