পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগসাজশে অসাধু প্রোমোটার মৌরসিপাট্টা ভাঙতে এ বার পদক্ষেপ করল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, ইঞ্জিনিয়ারদের এ বার চাকরিতে ঢুকতে হবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে। একই সঙ্গে তাঁদের জন্য বলবৎ হবে বদলি নীতিও।
জানা গিয়েছে, আইপিএস, এইএএসদের মতো পুরসভার ইঞ্জিনিয়ারদের জন্যও ক্যাডার সার্ভিস চালু করছে সরকার। অর্থাৎ পুরসভাগুলিতে ইঞ্জিনিয়ার নিয়োগের ব্যাপারে আর কোনও এক্তিয়ার থাকবে না বোর্ডের।
দেখা যায়, একজন ইঞ্জিনিয়ার যে পুরসভায় চাকরিতে ঢোকেন, তিনি অবসর নেন সেখান থেকেই। পর্যবেক্ষকদের মতে, একই জায়গায় থাকতে থাকতে যা হওয়ার তাই হয়। প্রোমোটারদের একটা অংশের সঙ্গে একাংশের ইঞ্জিনিয়ারদের একটা চেন সিস্টেম হয়ে যায়। যা থেকে মাথা চাড়া দেয় দুর্নীতি। এর সঙ্গেই দেখা যায় কাউন্সিলররাও যুক্ত হয়ে পড়েন এই চক্রে। সেটাকেই ভাঙতে চাইছে রাজ্য। নয়া নির্দেশিকায় রাজ্য স্পষ্ট করে দেবে, ইঞ্জিনিয়রদেরও বদলি হতে হবে। এবং সেটা নির্দিষ্ট সময় অন্তর রুটিনমাফিক বদলি।