এই একবিংশ শতকে দাঁড়িয়েও জাতি-বর্ণ নিয়ে ভেদাভেদ ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে সমাজে। বিভিন্ন মহল থেকে দায়িত্ব নিয়েও সাধারণ মানুষের মন থেকে মুছে ফেলা যাচ্ছে না জাতিভেদপ্রথা। এবার এই জাতিভেদ নিয়েই তামিলনাড়ুর ত্রিচিতে একটি নবনির্মিত আবাসন ঘিরে বিতর্ক ঘনীভূত হয়ে উঠেছে। ওই আবাসনের বিজ্ঞাপনে বলা হয়েছে যে এখানে শুধুমাত্র ব্রাহ্মণরাই ফ্ল্যাট কিনতে পারবেন। এভাবে খোলাখুলি জাতিভেদ প্রথাকে প্রশ্রয় দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে বিল্ডারের বিরুদ্ধে।
ত্রিচির মেলুর রোডে লক্ষ্মী নগরে শ্রী শক্তি রেঙ্গা অ্যাপার্টমেন্টে শুধুমাত্র ব্রাহ্মণরাই ফ্ল্যাট কিনতে পারবেন বলে সম্প্রতি একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তামিলনাড়ু আনটাচেবিলিটি ইরাডিকেশন ফ্রন্ট ওই আবাসনের নির্মাণকারী সংস্থা ওম শক্তি কনস্ট্রাকশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ফ্ল্যাট শুধু ব্রাহ্মণদের কাছেই বিক্রি করা হবে যাতে সেখানে দলিত ও সংখ্যালঘুদের প্রবেশ আটকানো যায়। এমনই অভিযোগ ত্রিচির কালেক্টরের কাছে করা হয়েছে।
নির্মাণকারী সংস্থার অবশ্য দাবি যে শুধুমাত্র নিরামিশাষীদের ফ্ল্যাট বিক্রি করা বলে বিজ্ঞাপন দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু ছাপার ভুলে শুধুমাত্র ব্রাহ্মণদের ফ্ল্যাট বিক্রি করা হবে, এমন বার্তা চলে যায়। তাঁরা জাতি ও ধর্মের ভিত্তিতে মানুষে-মানুষে ভেদাভেদকে প্রশ্রয় দেয় না বলে দাবি করেছে সেই নির্মাণকারী সংস্থা।