বাংলা জুড়ে অব্যাহত গেরুয়া সন্ত্রাস। প্রতিদিন নিয়ম করে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। এবার ফের ত্রিনমুল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের হাওড়ারহাট বাজার চত্বরে। আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আহত ওই তৃণমূলকর্মীর নাম সুকুমার দাস। তার বাড়ি হাওড়ারহাট এলাকায়।
পরিবারের অভিযোগ, গতকাল থেকে ওই এলাকায় বিজেপিতে আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। সোমবার সুকুমার হাওড়ারহাট বাজারে গেলে তাকে বাজারের মধ্যে আটকে বাঁশ ও চেন দিয়ে মাথায় আঘাত মারা হয়। তাতে তার মাথা ফেটে যায়। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি’র সমাজবিরোধীরা কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। প্রতিদিন আমাদের কর্মী-সমর্থকদের মারধর করছে। হাওড়ারহাট ও জিরানপুর এলাকায় বিজেপিতে আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে চলেছে। সুকুমারকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আমরা পুলিশ-প্রশাসনকে জানিয়েছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে এলাকায় শান্তি বজায় রাখতে হবে। তা না হলে তৃণমূল বৃহত্তর আন্দলনে নামবে।