বিশ্রামে তিনি বিশ্বাসী নন, বরং খেলার মধ্যে থাকতেই বেশি আগ্রহী তিনি। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে টানা খেলে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফর আর তারপর ঘরের মাঠে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ সবেতেই নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে পুরোটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, এমনটাই জানালেন সদ্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
দেশের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর আইপিএল, বিশ্বকাপ, ক্যারিবিয়ান সফরের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ। একটানা ক্রিকেট খেলে চলেছেন কোহলি। তাই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিতে পারেন কোহলি। বোর্ড সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে খেলতে পারেন ক্যাপ্টেন কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে কোহলির বিশ্রাম প্রসঙ্গে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি তো বিরাটের সঙ্গে দেখা করছি ২৪ অক্টোবর। আমি বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবেই ক্যাপ্টেনের সঙ্গে(বিরাট কোহলি)কথা বলব। ও দলের অধিনায়ক। খেলবে নাকি বিশ্রাম নেবে, এ ব্যাপারে ও সিদ্ধান্ত নিতেই পারে।” প্রসঙ্গতঃ ২৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নেবেন নির্বাচকরা। তাঁর আগেই ক্যাপ্টেনের সিদ্ধান্ত জেনে নিতে চায় বিসিসিআই।