সোশ্যাল মিডিয়ার উপর কেন্দ্রীয় সরকারের খবরদারি চালানোর খবর নিয়ে দীর্ঘ দিনই উত্তাল সংবাদমাধ্যম। মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদীমূলক খবর, ভুয়ো খবর, উস্কানিমূলক ভাষণ নিয়ন্ত্রণের আইন চূড়ান্ত হয়ে যাবে।
সরকারবিরোধী কাজকর্মে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অত্যন্ত হারে বেড়ে গিয়েছে বলে বহু দিন ধরেই অভিযোগ রয়েছে প্রশাসন এবং পুলিসের তরফে। সেই সব রোধ করতেই সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু সোশ্যাল মিডিয়ার মতো একটি গণমাধ্যমেও কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরোধিতায় সরব দেশবাসীর একাংশ।
হলফনামায় বলা হয়েছে, ‘এক দিকে প্রযুক্তির উন্নতির ফলে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অন্যদিকে ভুয়ো খবর অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে। দেশের গণতন্ত্র নষ্ট করার ক্ষেত্রে দিন দিন একটা ব্যবহার্য মাধ্যম হয়ে উঠছে ইন্টারনেট। তাই মানুষের মৌলিক অধিকার, দেশের সার্বভৌমত্ব, সাম্য ও সুরক্ষা রক্ষার জন্য অনেক বাধানিষেধ আনতে হবে। তিন মাসের মধ্যেই এই নিয়মকানুন ঠিক করে ফেলবে কেন্দ্র’।
এদিকে এদিনই, আধারের সঙ্গে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সংযুক্তীকরণের বিরুদ্ধে বম্বে, ম্যাড্রাস এবং মধ্য প্রদেশ হাইকোর্টে যে সব মামলাগুলি দায়ের হয়েছিল, সেসব নিজের হাতে নিয়ে নিল সুপ্রিম কোর্ট। জাতীয় নিরাপত্তার দায় থাকায় দীর্ঘ দিন ধরেই ফেসবুক এবং হোয়াটস্অ্যাপ ওই বকেয়া মামলাগুলি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য আবেদন করছিল। সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সব মামলার শুনানি ২০২০ সালের জানুয়ারির শেষ সপ্তাহে শোনা হবে।