মাত্র একদিনে দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসেস শেয়ার পড়ল প্রায় ১৬ শতাংশ। কোম্পানিতে অনৈতিক কাজকর্মের অভিযোগ সোমবার ফাঁস করেছিলেন এক অজ্ঞাতপরিচয় সতর্ককারী। খবর জনসমক্ষে আসতেই মঙ্গলবার যা গত ৬ বছরে এই কোম্পানির রেকর্ড পতন।
‘এথিক্যাল এমপ্লয়িজ’ নামে ওই সতর্ককারী গোষ্ঠীর অভিযোগ ছিল, ইনফোসিসের সিইও সলিল পারেখ এবং সিএফও নীলাঞ্জন রায় বেআইনি পথে কোম্পানির আয় বৃদ্ধি এবং স্বল্পমেয়াদী রাজস্ব বৃদ্ধিতে মদত দিচ্ছেন।
মঙ্গলবার ইনফোসিসের তরফে ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নিলেকানি বিবৃতি দিয়ে বলেছেন, “অজ্ঞাতপরিচয় সতর্ককারীর দুটি অভিযোগ কোম্পানির নীতি মেনে অডিট কমিটিতে গত ১০ তারিখ এবং নন–এক্সিকিউটিভ সদস্যদের বোর্ডে গত ১১ তারিখ পাঠানো হয়ে গিয়েছে। দুটি অভিযোগেরই তদন্ত করবে শার্দূল অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কোম্পানি নামে একটি আইনি সংস্থা”।