দীপাবলি মানেই দেদার কেনাকাটা। গৃহে ধনলক্ষ্মীর বাস নিশ্চিত করতে সামর্থ্য অনুযায়ী সোনা-রুপার জিনিস কেনাকাটা করেন সকলে। এবার কালীপুজোর আগে সাধারণ মানুষকে ধনতেরসের উপহার দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছাড়া হল গোল্ড বন্ড।
প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৮৩৫ টাকা মূল্যে এই বন্ড বাজারে ছাড়া হয়েছে।এর মেয়াদ ৮ বছর। ন্যূনতম পাঁচ বছরের আগে এই বন্ড ভাঙা সম্ভব নয়। ৩০ অক্টোবর ইস্যু হবে এই বন্ড। অন্তত ১ গ্রাম সোনার বন্ড কিনতেই হবে। সর্বোচ্চ ৪ কেজি গোল্ড বন্ড কেনা যাবে। তবে কোনও ট্রাস্ট বা সমগোত্রীয় প্রতিষ্ঠান যদি এই গোল্ড বন্ড কিনতে চায় সে ক্ষেত্রে এর সর্বোচ্চ সীমা ২০ কেজি। বন্ডের মেয়াদ শেষে ৮ বছর পর তখন সোনার যা দর হবে, সেই দরেই গ্রাহককে বন্ডের টাকা ফেরত দেওয়া হবে।
এই বন্ডের যে সুদ এখন থেকে গ্রাহক পাবেন, তা তাঁর আয়ের সঙ্গে যুক্ত হবে। তবে ওই সুদের কোনও টিডিএস কাটা হবে না। শুধু তাই নয়, বন্ডের মেয়াদ শেষে গ্রাহক যে টাকা পাবেন, তা ‘ক্যাপিটাল গেইন ট্যাক্স’-এর আওতায় পড়বে না। বড়সড় কর ছাড়ের সুযোগ রয়েছে এই গোল্ড বন্ড কিনলে।