বিশাখাপত্তনম, পুণের পর এবার রাঁচি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- সব বিভাগেই ফাফ ডু’প্লেসির দলকে রীতিমতো বিধ্বস্ত করলো ভারতীয় শিবির। একইসঙ্গে প্রত্যাশামতোই তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২০২ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও একধাপে অনেকটাই এগিয়ে গেলেন বিরাট কোহলিরা। আর জাতীয় দলের এই সাফল্য উদযাপনে রাঁচি টেস্টের শেষদিনে ভারতীয় ড্রেসিংরুমে তাঁর একসময়ের সতীর্থদের দেখা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিসিসিআইয়ের টুইট করা একটি ছবিতে ভারতীয় ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় রাঁচির ভূমিপুত্র মাহিকে। ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার শাহবাজ নাদিমকেও বেশ কিছুক্ষণ পরামর্শ দেন ‘ক্যাপ্টেন কুল’। প্রসঙ্গত, রাঁচি টেস্টে ২ উইকেট নিয়েছেন নাদিম।
‘দুর্দান্ত সিরিজ জয়ের পর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীকে দেখে খুশি ভারতীয় দলের হেডকোচ রবি শাস্ত্রীও। তিনি প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে একটি ছবি তুলে টুইটও করেছেন। পোস্ট-ম্যাচ সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলির কাছেও ধোনিকে নিয়ে জানতে চান সাংবাদিকরা। এর উত্তরে বিরাট বলেন, ‘ধোনি তো আমাদের সঙ্গে ড্রেসিংরুমেই রয়েছেন। আসুন হ্যালো বলে যান।’
২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরের শুরুতে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর কার্যত অন্তরালে চলে গেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁকে নিয়ে খবরের থেকে জল্পনাই বেশি। প্রতি সিরিজের শুরুতেই ধোনির খেলা না খেলা নিয়ে জল্পনা শুরু হয়।