মঙ্গলবার ঘরের মাঠ অ্যালায়েঞ্জ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে জুভেন্তাস। সোমবার অনুশীলনে পাওলো ডায়বালা, বোনুচ্চি, ডি লিটদের সঙ্গে হাসি-তামাশা করতে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। শুধু বর্তমান ফর্ম নয়, রাশিয়ান ক্লাবের বিরুদ্ধে অপ্রতিরোধ্য রেকর্ড রোনাল্ডোর। এই দুই কারণেই আজ চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে নামার আগে ফুটছে জুভেন্তাস। রোনাল্ডোর কথায়, ‘আমি ৭০০ গোলের রেকর্ডে পৌঁছেছি। তবে আমার কাছে সবার আগে টিম। আমি টিমকে খেতাব জিততে সাহায্য করতে চাই।’
রাশিয়ান ক্লাবটিকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরিসিও সারির দল। গত সেপ্টেম্বরে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর টানা ছ’টি ম্যাচ জিতেছে জুভেন্তাস। মঙ্গলবার গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার ম্যাচে তিন স্ট্রাইকারে দল সাজাবেন কোচ সারি। আপফ্রন্টে গঞ্জালো ইগুয়েন এবং বার্নাডেসচির পাশে থাকছেন রোনাল্ডো। তাঁর অপরিসীম গোলক্ষুধা অবশ্যই দুশ্চিন্তায় রাখবে মস্কোর ক্লাবটিকে। গ্রুপ-ডি’র প্রথম দু’টি ম্যাচে তাদের সংগ্রহ তিন পয়েন্ট। পাশাপাশি সমসংখ্যক ম্যাচে চার পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে জুভেন্তাস। মঙ্গলবার এই গ্রুপের অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে আতলেতিকো মাদ্রিদ ও বেয়ার লেভারকুসেন।
একেবারে উল্টো চিত্র সিআরসেভেনের পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদে। তুরস্কে গালাতাসারের মাঠে খেলা মানে যে কোনও বড় টিমই চাপে থাকার কথা। দুই টিমের লড়াইয়ে গালাতাসারে জিতেছে তিনবার, রিয়াল চারবার। তুরস্কে রেকর্ডটা গালাতাসারের পক্ষে ২-১। আর এই মুহূর্তে গ্রুপে দু’ম্যাচের পর দুই টিমেরই এক পয়েন্ট। রিয়াল গোল পার্থক্যে সবার নীচে।সেই সঙ্গে জিনেদিন জিদানের চিন্তা টিমের সাম্প্রতিক ফর্ম। দু’দিন আগে মায়োর্কায় অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে হারতে হয়েছে লা লিগায়। এখনও দারুণ ফর্মে খেলতে পারেননি ইডেন হ্যাজার্ড। তারকা প্লেয়ারদের ফর্মে কোনও ধারাবাহিকতা নেই। তার সঙ্গে যোগ হয়েছে একগুচ্ছ চোট কবলিত ফুটবলার। নাচো, গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, লুকাস বাস্কেস নেই এই ম্যাচে। গালাতাসারের দুশ্চিন্তা, সেরা তারকা ফালকাও চোটের জন্য অনিশ্চিত।