জিয়াগঞ্জ লেবুবাগানের বাসিন্দা শিক্ষক বন্ধুপ্রকাশ পালকে সপরিবার খুন করেছিল ধৃত উৎপল বেহেরা। লাগাতার জেরায় ভেঙে পড়া উৎপলের জবানবন্দি থেকে সেই তথ্যই পুলিশের কাছে ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই জেরার সুবাদেই খুনের দিন দশমীর সকালে উৎপলের পরনে থাকা সেই প্যান্ট উদ্ধার করেছে পুলিশ। রীতিমতো পেশাদার খুনির কায়দায় পরিকল্পনা ছকেই খুন করা হয়েছিল এই পরিবারের তিনজনকে।
আরও জানা গিয়েছে, তিন তিনটি খুনে ব্যবহার করা সেই চপারটি আদৌ আজিমগঞ্জ থেকে কেনেনি উৎপল। বরং রীতিমতো বরাত দিয়ে তৈরি করিয়েছিল সাগরদিঘির কামারশালায়। ওই শিক্ষক-সহ তাঁর স্ত্রী ও পুত্রকে শেষ করে দেওয়ার জন্য বরাত দিয়ে ন’শো টাকার বিনিময়ে ওই চপারটি বানিয়ে নিয়েছিল উৎপল সাগরদিঘির সাহাপুরের এক প্রতিবেশীর কাছ থেকেই।
পুলিশি জেরায় সেই কর্মকার স্বীকারও করেছেন উৎপলকে ওই চপার বানিয়ে দেওয়ার কথা। কাজেই পুলিশের কাছে এখন স্পষ্ট, গ্রেফতারের সময় উৎপল যেসব তথ্য দিয়েছিল, তার অনেকটাই সঠিক নয়। তাই এখন জেরা করে পুলিশ ধৃতের কাছ থেকে ওই খুনের বিষয়ে আরও তথ্য জেনে নিতে চাইছে।
উৎপল প্রথমে বলেছিল, আজিমগঞ্জ থেকে ন’শো টাকায় সে চপারটি কিনেছিল। পরে জেরায় পুলিশের ওই সন্দেহ সত্যি প্রমাণ করে সেই উৎপলই জানায়, চপারটি পাড়ার কর্মকারের কাছে বরাত দিয়ে বানানো হয়েছিল। তার জন্য ন’শো টাকা দিতে হয়েছিল ওই কর্মকারকে। তদন্তের স্বার্থে পুলিশ এখনই ওই কর্মকারের নাম প্রকাশ্যে আনতে চাইছে না।
এদিকে ঘটনার সময় উৎপল যে প্যান্ট পরেছিল, সেটিও পুলিশ স্থানীয় কবরস্থানের ঝোপ থেকে শনিবার উদ্ধার করেছে। এদিকে, উৎপলকে গ্রেপ্তারের পর ছ’দিন কেটে গেলেও ঘটনার পুনর্নির্মাণ কেন করা হচ্ছে না, এই নিয়ে জিয়াগঞ্জের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।