অবান্তর মন্তব্যে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার জুড়ি মেলা ভার। কখনো তিনি বলেন ওষুধ নয়, গো মূত্রেই ক্যানসার সারে, কিছুদিন আগেই তিনি বলেছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে ‘প্রকৃত দেশপ্রেমী’। এবার ফের বেলাগাম সাধ্বী। এ বার ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীকে ‘জাতির সন্তান’ বলে বসলেন তিনি।
এ বছর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শহরে গান্ধী সঙ্কল্প যাত্রা শুরু করেছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত তাতে অংশ নিতে দেখা যায়নি সাধ্বী প্রজ্ঞাকে। সম্প্রতি ভোপাল রেলস্টেশন পরিদর্শনে গেলে, তা নিয়ে প্রশ্ন করলে সাধ্বী বলেন, ‘‘গান্ধী আমাদের রাষ্ট্রসন্তান। ওঁকে শ্রদ্ধা করি। তা নিয়ে কাউকে কোনওরকম কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করি না।’’
উগ্র হিন্দুত্বের জন্য সুপরিচিত সাধ্বী প্রজ্ঞা চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে নতুন করে শিরোনামে উঠে আসেন। মহাত্মা গান্ধীর আততায়ী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ বলে বসেছিলেন তিনি। এই নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে গেরুয়া শীর্ষ নেতৃত্বকে আসরে নামতে হয়। চাপে পড়ে যদিও শেষমেশ ক্ষমা চেয়ে নেন তিনি।ওই মন্তব্যের জন্য সাধ্বীকে কখনও ক্ষমা করতে পারবেন না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শোকজ নোটিস ধরানো ছাড়া বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে সে ভাবে কোনও পদক্ষেপ করা হয়নি। কিন্তু গান্ধী সার্ধ শতবর্ষের সংকল্প যাত্রায় অংশগ্রহণ না করেও সাধ্বী প্রজ্ঞার এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।