টেনিস তারকা রাফায়েল নাদাল রিয়াল মাদ্রিদের ঘোষিত সমর্থক। সে তিনি বড় সমর্থক হতে পারেন, কিন্তু তাঁর নিজের শহরের টিমের কাছেই হেরে গেল রিয়াল মাদ্রিদ। এই মরসুমে লা লিগায় রিয়াল প্রথম হেরে গেল মায়োর্কায় খেলতে গিয়েই। লাগো জুনিয়রের একমাত্র গোলে রিয়াল হেরে গেল শনিবার।
তবে রিয়াল মাদ্রিদের এই হারে সুবিধা হল লা লিগার আরেক জায়ান্ট কিলার বার্সেলোনার। শনিবার বিকেলের ম্যাচ জিতে তারা পৌঁছে গিয়েছিল শীর্ষে। রিয়াল রাতের ম্যাচে জিতলে শীর্ষে চলে যেত জিদানের টিমই। কিন্তু তা হতে দিল না মায়োর্কা। রিয়াল কোচ জিদানের জন্য যা মোটেই সুখবর নয়।
তাঁর টিম এই মরসুমে এখনও ঠিক মতো দানা বাঁধেনি। তবু লা লিগায় করিম বেঞ্জেমার সৌজন্যে পরপর ভালো পারফরম্যান্সের জেরে শীর্ষে পৌঁছে গিয়েছিল। এ বার হেরে তারা নেমে গেল দু’নম্বরে। বার্সার ৯ ম্যাচে ১৯ পয়েন্ট, রিয়ালের সম সংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট।