ম্যাঞ্চেস্টার সিটির মাঝ মাঠের স্তম্ভ তিনি। এ দিন তাঁর সৌজন্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলার দল। স্পেনীয় মিডফিল্ডার দাভিদ সিলভাই জয়ের অন্যতম কাণ্ডারি। ২-০ জয়ের ম্যাচে একটি গোল তাঁর।
দু’টি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। ৩৯ মিনিটে বের্নার্দো সিলভার ক্রস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। উড়ন্ত হেড করতে গিয়ে জেসুসের কাঁধে বল লেগে জালে জড়িয়ে যায়। ৪১ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে ভলিতে গোল করেন সিলভা। গোল করার সঙ্গে মাঝ মাঠ জুড়ে খেলেছেন এই স্পেনীয় মিডফিল্ডার। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘‘সিলভার মতো মাঝ মাঠ কেউ বোঝে না। ও দলের সম্পদ।’’
আপাতত মানুষের আগ্রহ বেশি রবিবারের লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ নিয়ে। শেষ পাঁচ বছরে একবারও লিভারপুল ওল্ড ট্র্যাফোর্ডে হারাতে পারনি রেড ডেভিলসদের। গ্যারি লিনেকার অবশ্য মনে করছেন, রবিবার সেই খারাপ সময় কেটে যাবে। তাঁর কথায়, ‘‘এ বারের লিগে সেরা ফুটবলটা ক্লপের (য়ুর্গেন) দল খেলছে। আমি অন্তত রবিবার ওদের না জেতার কারণ দেখছি না।’’