বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও বিশ্রাম নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দাবি উঠছে, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন ক্রিকেটীয় সিরিজে টি-টোয়েন্টিতে ফের একবার দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। প্রসঙ্গত, ২০১৮-র মধ্যবর্তী সময় থেকেই অধিকাংশ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়েছেন বিরাট।
৩ নভেম্বর থেকে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি। প্রসঙ্গত, সাকিব-আল হাসানের বাংলাদেশের টিম আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনও টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি। জানা গেছে, বাংলাদেশ সিরিজের জন্য দল নির্বাচনের আগেই বিরাট কোহলিকে বিশ্রামের বিষয়ে সম্মত নির্বাচকমণ্ডলীর সদস্যরা। মেন ইন ব্লু-র ক্রিকেট ক্যালেন্ডারে পর পর সিরিজের কারণেই অধিনায়ককে বিশ্রামের এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবেন বিরাট-রোহিতরা।