অর্থনীতিতে যে নোবেল জয়ীদের তালিকা রয়েছে তাতে অমর্ত্য সেনের পর আরও এক বাঙালির স্থান হল। তিনি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। তাঁর নোবেল জয়ের পর থেকেই বাংলা তথা বাঙালিরা উচ্ছ্বসিত। উৎসবের মরশুমে এ যেন আরেক উৎসব। স্বভাবতই কথা চলছিল ঘরের ছেলে কবে ঘরে ফিরবেন!
অবশেষে মিলল খবর। ২৩ অক্টোবর কলকাতায় পাওয়া যাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-কে। দেশে তিনি পা রেখেছেন গতকাল রাতে। ২২ তারিখ রাতেই কলকাতায় পা রাখবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আজ যোগ দিয়েছেন দিল্লীতে তাঁর একটি বই-এর প্রকাশ অনুষ্ঠান রয়েছে। এরপর দিন কয়েক দিল্লীর বাড়িতে ভাই অনিরুদ্ধ এবং মা নির্মলার সঙ্গে নিখাদ সময় কাটানোর কথা রয়েছে অভিজিৎ-এর। এরপরই সপরিবারে ২২ অক্টোবর রাতেই কলকাতায় পা- রাখবেন তিনি। তবে তাঁর সঙ্গে স্ত্রী এস্থার এই যাত্রায় স্বামীর দেশে আসছেন না।
এই মুর্হুতে অভিজিৎ-এর কলকাতার বাড়ির সদস্যরাও নোবেলজয়ী ঘরের ছেলেকে নিয়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনাতে মেতেছেন। ছেলের ঘরে ফেরার খুশিতে ৮৩ বছর বয়সী মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ও আনন্দে আত্মহারা। নোবেল জয়ের পর থেকেই তাঁর কাছেও এসেছে অসংখ্য ফোন, মেসেজ। বাংলার মুখ্যমন্ত্রী তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ শনিবার দিল্লীতে তিনি তাঁর লেখা দ্বিতীয় বই ‘গুড ইকোনমিকস ইন হার্ড টাইমস, বেটার অ্যানসারস টু আওয়ার বিগেস্ট প্রবলেমস’ প্রকাশিত হয়েছে। এছাড়া সেখানে তাঁর পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যেই সরকার থেকেও নোবেলজয়ী অর্থনীতিবিদকে সম্বর্ধনা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফেও তাঁকে সম্বর্ধনা জানানো হবে। এছাড়াও সাউথ পয়েন্ট স্কুলের তরফ থেকেও থাকবে অনুষ্ঠান। তবে ২৩ অক্টোবর বুধবার কলকাতার বালিগঞ্জের বাড়িতে পরিবারের সাথে সময় কাটানোর কথা অভিজিৎ-এর।