আগামীকাল থেকে শুরু হচ্ছে আইএসএল। প্রোমো শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। প্রচার চলছে সর্বাত্মক। উদ্বোধন থেকে ফাইনাল পর্যন্ত আইএসএলের প্রতিটা মুহূর্ত স্মরণীয় করে রাখতে চায় আইএমজি রিলায়েন্স। সেই মতো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল প্রেমীদের চমৎকৃত করার সিদ্ধান্ত নিল তারা। এবছর ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে বলিউডের তারকা জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানিকে। সঙ্গে থাকছে ডান্স গ্রুপ ইউনাইটেড কিংসের পারফর্ম্যান্স। সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেতা দলকের সলমানকে।
আগামীকাল কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে টাইগার শ্রফ তাঁর বেশ কিছু সুপারহিট বলিউড আইটেম সংয়ে শরীর দোলাবেন। অ্যাকশন স্টারের সঙ্গে যোগ দেবেন তাঁর বান্ধবী দিশা পাটানি। টাইগার শ্রফের অনুষ্ঠান মানেই অবধারিতভাবে কিছু অ্যাক্রোবেটিক মুভমেন্ট চোখে পড়বে অনুরাগীদের। সম্প্রতি ওয়ার্ল্ড অফ ডান্স কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ডান্স গ্রুপ কিংস ইউনাইটেড তাদের পারফর্ম্যান্সে রাখছে ফুটবলের ছোঁয়া। আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই কিংস ইউনাইটেড বিশেষ এই পারফর্ম্যান্স কোরিওগ্রাফ করেছে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
কাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ষষ্ঠ আইএসএল অভিযান শুরু করছে এটিকে। সেই উপলক্ষে শুক্রবারই কলকাতা থেকে কোচিতে চলে গেছে অ্যান্টিনিও লোপেজ হাবাসের দল। শুক্রবার বেশি রাতে চেন্নাই হয়ে কোচি পৌঁছেছে এটিকে। দিনের বেশির ভাগ সময় উড়ানে কাটাতে হবে জেনেই এটিকে কোচ হাবাস শুক্রবার কলকাতা ছাড়ার আগে যুবভারতীর প্র্যাকটিস মাঠে অনুশীলন করিয়েছেন।
রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হাবাস পাচ্ছেন না তাঁর দলের দুই তারকা ভারতীয় ফুটবলার আনাস এবং জবি জাস্টিনকে। আনাস গত বছর সুপার কাপের শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের হয়ে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন। ফেডারেশনের নিয়ম অনুযায়ী লাল কার্ডের শাস্তির জের পরবর্তী আই লিগ বা আইএসএলেও বলবৎ হয়ে থাকে। তাই আইএসএলের প্রথম ম্যাচে খেলতে পারছেন না রক্ষণভাগের ফুটবলার আনাস। ঠিক তেমনই প্রথম ম্যাচে এটিকে পাবে না স্ট্রাইকার জবি জাস্টিনকে। গত মরশুমে ইস্টবেঙ্গলে খেলার সময় আইজল এফসি ম্যাচে থুতু ছেটানোর অভিযোগে অভিযুক্ত হয়ে ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটির দ্বারা ছ’ম্যাচ নির্বাসিত হন জবি জাস্টিন।