পীযূষ গোয়েলের পর অর্থনীতিতে নোবেলজয়ী বঙ্গসন্তানের সমালোচনা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এমনকি তাঁর ব্যক্তিগত জীবন তুলে কটাক্ষও করতে ছাড়লেন না। বিজেপি নেতা রাহুল সিনহা বললেন, ‘দ্বিতীয়বার বিদেশিনীকে বিয়ে করলে দেখছি লোকে নোবেল পায়। অমর্ত্য সেনকেও দেখেছি।’
বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা আরও বলেন, ‘বামপন্থী অর্থনীতি এদেশে চলে না। মানুষ বামপন্থীকে প্রত্যাখ্যান করেছে। বিদেশে কোথাও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব কাজে লাগতে পারে। তবে ভারতে দারিদ্র দূর করতে উনি কোনও কাজে আসবেন না। ভারতে মহাত্মা গান্ধীর নীতিতেই আর্থিক উন্নতি সম্ভব।’
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডাফলো। এস্থার ডাফলো অভিজিতের ছাত্রী ছিলেন। পরে তাঁকে বিয়ে করেন। ডাফলো তাঁর দ্বিতীয় স্ত্রী। ডাফলো ফরাসী নাগরিক। সে প্রসঙ্গ তুলে অভিজিৎবাবুকে ব্যক্তিগত আক্রমণ করেছেন রাহুল সিনহা। তাঁর কটাক্ষ, দ্বিতীয় বিয়ে বিদেশিনীকে করলে দেখছি নোবেল পাচ্ছেন লোকেরা। অমর্ত্য সেনের ক্ষেত্রেও এটা হয়েছে।
অভিজিৎকে বামপন্থী মনোভাবাপন্ন বলে নিশানা করেছেন পীযূষ গোয়েল। কেন্দ্রীয় রেলমন্ত্রীর মতে, নোবেল পাওয়ার জন্য ওনাকে শুভেচ্ছা জানাই। কিন্তু আপনারা সকলেই জানেন, উনি বামপন্থী মানসিকতার। উনি ন্যায় প্রকল্পের গুণগান গেয়েছিলেন। ভারতের মানুষ ওনার মতকে খারিজ করে দিয়েছে।