দারিদ্রের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করে সদ্য নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন গোটা দেশ মেতে, ঠিক তখনই এসেছে সেই দুঃসংবাদ। মোদীর ‘আচ্ছে দিনে’ বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান হয়েছে ১০২ নম্বরে। জানা গেছে, অন্যান্য দেশের তুলনায় ভারতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা৷ এমনকী এই নিরিখে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি নেপালের থেকেও খারাপ অবস্থা ভারতের৷ ২০১৯ সালের ক্ষুধা সূচক অনুযায়ী, পাঁচ বছরের কমবয়সি শিশুর উচ্চতার তুলনায় কম ওজনের বিষয়টি সবচেয়ে বেশি প্রকট ভারত, ইয়েমেন ও জিবুতিতে। ভারতে এই ধরনের ঘটনার হার ২০.৮ শতাংশ।
এমন দুর্দশার ছবি সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কোথায় মোদীর সেই আচ্ছে দিন? নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে মোদী সরকারকে। যেমন ফের সরকারের অস্বস্তি বাড়িয়েছে একটি কার্টুন। যাতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ একটি ফাঁকা থালা হাতে বসে আছে। ক্ষুধার জ্বালায় হাহাকার করছে সে। আর তাঁর হা করা মুখে ফুটে উঠেছে ভারতের মানচিত্র। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে সরকারকে ব্যাঙ্গ করে বানানো এই কার্টুনটি। নেটিজেনরা শেয়ার করার ফলে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেটি।