পুজোর আগেই উত্তর ২৪ পরগনা, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর সফরে গিয়ে ৩ জেলার প্রশাসনিক বৈঠকই সেরে ফেলেছিলেন তিনি। পুজো মিটতেই এবার উত্তরবঙ্গে যাওয়ার তোড়জোড় শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২১ তারিখ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। এবং এটিই লোকসভা ভোটের পর তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। তবে এই সফর ক’দিনের তা এখনই নিশ্চিত করে জানা যায়নি।
সূত্রের খবর, ২৩-২৪ অক্টোবর কলকাতায় তেমন কোনও গুরুত্বপূর্ণ কর্মসূচী না থাকলে মুখ্যমন্ত্রী এই সফরে পাহাড়েও যেতে পারেন। সেক্ষেত্রে তিনি ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ব্যস্ত থেকে ২৫শে কলকাতা ফিরতে পারেন। কিন্তু ২৩-২৪ তারিখ কলকাতায় কোনও গুরুত্বপূর্ণ কর্মসূচী চূড়ান্ত হলে তিনি ২২ তারিখের পর ফিরে আসতে পারেন। আপাতত ২১ ও ২২ তারিখের কর্মসূচী জানা গিয়েছে।
জানা গেছে, ২১ তারিখ বিকেলে শিলিগুড়ি কমিশনারেটের বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ২৪ অক্টোবর, উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। তবে রাজ্যের শীর্ষ প্রশাসনিক প্রধানের কর্মসূচী পরিস্থিতির সাপেক্ষে যে কোনও সময়েই পরিবর্তনযোগ্য। প্রশাসন সেই মতো পূর্ণ প্রস্তুতি রাখছে।
প্রসঙ্গত, লোকসভা ভোটের জন্য প্রায় ৬ মাস বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল। তাই ভোটের পর তিনি টিম-নবান্নকে সঙ্গে নিয়ে একের পর জেলায় উন্নয়নের সরেজমিন তদারকি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠক করে ফেলেছেন
মুখ্যমন্ত্রী। এবার পালা উত্তরবঙ্গের। তথ্য বলছে, মমতার আগে রাজ্যের আর কোনও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এত ঘন ঘন সরেজমিন প্রশাসনিক কাজ খতিয়ে দেখতে যাননি।
উল্লেখ্য, লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে সাতটিতেই জিতলেও বিজেপির এনআরসি-হুঁশিয়ারিতে রীতিমতো আশঙ্কায় জেকার বাসিন্দারা। এমনকী সম্প্রতি অভিযোগ উঠেছে, এনআরসি আতঙ্কে উত্তরবঙ্গেও বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। এই পরিস্থিতিতে জেলার বাসিন্দাদের আশ্বস্থ করতেই ছুটে আসছেন মুখ্যমন্ত্রী, মত একাংশের।