প্রো কবাডির ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠল বেঙ্গল ওয়ারিয়র্স। বুধবার আমেদাবাদে সেমিফাইনালে বাংলা ৩৭-৩৫ পয়েন্টে হারিয়েছে ইউ মুম্বাকে। বাংলার কবাডি টিমের সামনে শেষ হার্ডল হিসেবে এখন অপেক্ষা করছে দাবাং দিল্লি। তবে আত্মবিশ্বাসী বাংলা শিবির ফাইনালে জিতে প্রথমবার প্রো কবাডির খেতাব জিততে মরিয়া কলকাতার টিম।
এ দিন বাংলা টিমের দায়িত্বশীল রেইডার মনিন্দর সিং বাংলার হয়ে খেলতে পারেননি কাঁধের চোট থাকায়। কিন্তু বলদেব সিং, সুকেশ হেগড়েদের লড়াইয়ে জয় এল। এর আগে আইপিএল বা আইএসএলের মতো লিগে কলকাতার টিম চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু প্রো কবাডিতে কখনও সাফল্যের মুখ দেখেনি কলকাতা।
ইউ মুম্বার রিঙ্কু নারওয়ালের বেশ কিছু ভুলের খেসারত দিতে হয়েছে তাদের। বাংলার হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স সুকেশ হেগড়ের। তাঁর নেতৃত্বেই আক্রমণাত্মক খেলার আত্মবিশ্বাস পেয়েছে দল। মুম্বই তুলনামূলক ভাবে শক্তিশালী হলেও বঙ্গযোদ্ধাদের লড়াইয়ের সামনে হার মানতে হয়েছে।অন্য দিকে, দিল্লি যদিও বিপক্ষকে দাঁড়াতে দেয়নি। নবীন কুমারের আক্রমণের বিরুদ্ধে ম্লান বেঙ্গালুরুর রক্ষণ। ম্যাচের বেশির ভাগ সময়েই ছয় থেকে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল দিল্লি। ম্যাচ শেষ করে ছয় পয়েন্ট এগিয়ে থেকেই।