গতকালই বিশেষ আদালতের রায়ে স্পষ্ট হয়েছিল, আজ গ্রেফতার হতে পারেন পি চিদম্বরম৷ সেইমতো আইএনএক্স মিডিয়া মামলায় তিহারে গিয়ে প্রথমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে জেরা করেন ৩ ইডি আধিকারিক৷ তারপর তাঁকে গ্রেফতার করা হয়৷ গতকাল বিশেষ আদালত ইডিকে জেরার ছাড়পত্র দেয়৷ বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে রয়েছেন৷
আজ সকালে তিহাড় জেলেই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় এই কংগ্রেস নেতাকে। আইএনএক্স মিডিয়া মামলায় তদন্তের স্বার্থেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
শীনা বরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায়ের চ্যানেল ছিল আইএনএক্স৷ ২০০৭ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম নিজের প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে বিদেশি মুদ্রা পইয়ে দিয়েছিলেন ওই চ্যানেলকে৷ তার বদলে ওই চ্যানেল মালিকের কাছ থেকে ছেলে কার্তির সংস্থার জন্য ঘুষ নিয়েছিলেন চিদম্বরম৷ ইন্দ্রাণী মুখোপাধ্যায় এমন অভিযোগ করেছেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই চিদম্বরমকে গ্রেফতার কেরছে৷ একই মামলায় এবার ইডিও তাঁকে নতুনভাবে গ্রেফতার করতে পারে৷
সোমবার আদালতে দু’টি আবেদন পেশ করে ইডি। তার প্রেক্ষিতে আদালত দু’টি বিকল্প দেয় ওই তদন্তকারী সংস্থাকে। কোর্ট চত্বরে আধ ঘণ্টার জন্য চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করে তাঁকে হেফাজতে নেওয়া যেতে পারে অথবা তিহাড় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা যেতে পারে। পাশাপাশি, আদালত ‘অভিযুক্তের মর্যাদা বিবেচনা করার’ নিদের্শও দেয় এ দিন। প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের সময় চিদম্বরম অভিযোগ করেন, সিবিআই তাঁকে জেলবন্দি করে অবমাননা করছে। এ দিন দিল্লির বিশেষ আদালতের দেওয়া দ্বিতীয় বিকল্পটি বেছে নেয় ইডি।
গত ২১ আগস্ট রাতে নয়াদিল্লির জোড়বাগের বাংলো থেকে নাটকীয় কায়দায় চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকেই সিবিআই হেফাজতে ছিলেন প্রাক্তন অর্থ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫ সেপ্টেম্বর তাঁকে তিহাড়ে পাঠায় আদালত। এর মাঝে জেল থেকে পরিবারের লোকজনের মাধ্যমে একাধিক টুইট করেছেন দক্ষিণী এই নেতা। দেশের অর্থনীতি নিয়ে কটাক্ষও করেছেন মোদী সরকারকে। জানিয়েছেন, নিজেকে নিয়ে তাঁর কোনও উদ্বেগ নেই। তাঁর একটাই চিন্তা, দেশের অর্থনীতির সর্বনাশ হয়ে যাচ্ছে।