তাঁর অধিনায়কত্বের জোরে ভারত বহু সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্দরের মেজাজ পরিবর্তন করে দিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই সামনে এসেছেন বহু ক্রিকেটার। যাঁদের অবদান অনস্বীকার্য। ভারতের সেই সফল প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আজ ভারতীয় বোর্ডের শীর্ষে। অধিনায়কের মেজাজেই নতুন দায়িত্ব সামলাতে দেখতে চান তাঁর প্রাক্তন সতীর্থরা। শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র সেওয়াগ তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সঠিক লোকের হাতেই দায়িত্বভার গিয়েছে। একই রকম আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও।
নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট আরও উন্নতি করবে বলে মন্তব্য করেছেন শচীন তেন্ডুলকর। টুইটার বার্তায় তিনি বলেন, ‘বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ায় জন্য তোমাকে অনেক অভিনন্দন, দাদি। আমার বিশ্বাস, তুমি যেভাবে এতদিন ভারতীয় ক্রিকেটের সেবা করে এসেছ, নতুন দায়িত্বেও সেভাবেই এগিয়ে যাবে। তোমার নতুন টিমের জন্য রইল আগাম শুভেচ্ছে।’ প্রাক্তন ভারত অধিনায়কের প্রশাসনিক দক্ষতার ওপর পূর্ণ আস্থা রেখে ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ায় জন্য সৌরভ গাঙ্গুলিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ণ বিশ্বাস, তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট আরও উন্নতি করবে। দাদা, নতুন ইনিংসের জন্য তোমাকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তোমার সাফল্য কামনা করি।’ জবাবে লক্ষ্মণের উদ্দেশ্যে সৌরভ বলেন, ‘ধন্যবাদ ভিভিএস। তোমাকেও পাশে থাকতে হবে।’
আর এক প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সেওয়াগ নিজের স্টাইলেই টুইট করে দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন। বীরু লিখেছেন, ‘দের হ্যায় আন্ধের নেহি… ভারতীয় ক্রিকেটের জন্য শুভ সংকেত। ভারতের ক্রিকেট ইতিহাসে দাদার অবদান অনেক। সেই তালিকা এবার আরও দীর্ঘায়িত হবে বলেই আমার বিশ্বাস।’ নিজের ইউ টিউব চ্যানেলে শোয়েব আখতার এক ভিডিও বার্তায় বলেন, ‘সৌরভ গাঙ্গুলি দারুণ একজন নেতা। ওর হাত ধরে আমূল বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। সৌরভের ক্রিকেট মস্তিষ্ক অসাধারণ। আমি মনে করি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টের পদটা সঠিক লোকের হাতেই গিয়েছে।’ এইভাবে সতীর্থদের শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত ক্রিকেট বিশ্বের ‘দাদা’।