হাতে আর এক সপ্তাহও নেই। আগামী ২১ অক্টোবর রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই এই মুহূর্তে হরিয়ানায় ভোট প্রচারে ব্যস্ত প্রায় সবকটি রাজনৈতিক দলই। বিরোধীরা যেমন ক্ষমতা দখলে উঠেপড়ে লেগেছে, তেমনি গদি রক্ষার্থে মরিয়া চেষ্টা করছে বিজেপিও। কিন্তু নিজেদের মরিয়া দশা ঢাকতে এবার ভাবের ঘরে চুরি করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে থেকে বিজেপির হয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচের জন্য ভোটপ্রচারে আসেননি। হরিয়ানা নিজে থেকেই তাঁকে আমন্ত্রণ জানিয়ে ডেকে এনেছে। মানুষের ভালোবাসাকে অস্বীকার করতে পারেননি তিনি।
মঙ্গলবার হরিয়ানার চরখি ধারিতে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এমনই দাবি করেছেন মোদী। তবে বরাবরের মতোই ভোটপ্রচারে গিয়ে একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবার তাঁর প্রতিশ্রুতি, ‘হরিয়ানার কৃষকদের অধিকারের জল গত ৭০ বছর ধরে পাকিস্তানে চলে যাচ্ছিল। এই মোদী ওই জল আপনাদের ঘরে পাঠাবে। ওই জলের উপর ভারতবাসীর অধিকার আছে।’ যদিও এই প্রতিশ্রুতি আদৌ পূরণ হবে, নাকি শেষমেশ সেই জুমলায় পরিণত হবে, তা নিয়ে সংশয়ে রাজ্যবাসী।