অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি শেষ হচ্ছে বুধবার ১৬ অক্টোবর। রামমন্দির-বাবরি মসজিদ বিতর্ক মামলা প্রসঙ্গে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘আজ ৩৯তম দিন। কাল ৪০তম দিন এবং এই মামলার শুনানির শেষ দিন’।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সোমবারই জানিয়ে দিয়েছিল, শুক্রবার ১৭ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে এই মামলার শুনানি।
১৭ নভেম্বর প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন রঞ্জন গগৈ। সম্ভবত তার আগেই এই মামলার নিষ্পত্তি চাইছেন তিনি। প্রধান বিচারপতি ছাড়াও এই সাংবিধানিক বেঞ্চে আছেন বিচারপতি এসএ ববড়ে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তারই শুনানি চলছে সাংবিধানিক বেঞ্চে।
অযোধ্যার বিতর্কিত যে সৌধ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল করসেবকদের উন্মত্ত আক্রমণে, সেই সৌধের জমি সমেত মোট ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে।
ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রস্তাব ফিরিয়েছে রামলালা বিরাজমান। এ ব্যাপারে সৌজন্য দেখাতে রাজি নয় মুসলিম পার্সোনাল ল বোর্ডও। সোমবারই ১৪৪ ধারা জারি করা হয়েছে অযোধ্যা জেলা জুড়ে। পুরো জেলায় নিষিদ্ধ করা হয়েছে শব্দবাজি তৈরি ও বিক্রি। ১০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।