ফের প্রকাশ্যে চলে এলো উত্তরপ্রদেশের শিক্ষাব্যবস্থার নগ্ন রূপ। জানা গেছে, মিড-ডে মিলে খুদে পড়ুয়াদের খেতে দেওয়া হয়েছিল ‘হলুদ-ভাত’। গুঁড়ো হলুদ জলে গুলে ভাতের সঙ্গে মেখে খেতে দেওয়া হয় একটি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ভিচপারিয়া গ্রামের একটি প্রাইমারি স্কুলে। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ প্রশাসন।
এই খবর সংবাদমাধ্যমে উঠে আসতেই শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, মিড-ডে মিলের রুটিন অনুযায়ী ছাত্রছাত্রীদের ভাত ও সবজি খেতে দেওয়ার কথা ছিল। তার বদলে দেওয়া হয়েছে ‘হলুদ-ভাত’। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই ওই স্কুলে ছুটে যান জেলার শিক্ষা দফতরের আধিকারিকরা। এমনকি ভিডিওটিকে ভুয়ো বলে তাঁরা জানান, পড়ুয়াদের ভাত ও সবজি খেতে দেওয়া হয়েছে। প্রশাসনের নামে কুৎসা রটাতেই এই ভিডিও তৈরি করা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
এরকমই একটি ঘটনা গত আগস্ট মাসে উত্তরপ্রদেশে ঘটেছিল। মির্জাপুর জেলার একটি প্রাইমারি স্কুলে পড়ুয়াদের শুকনো রুটি ও নুন খেতে দেওয়া হয়েছিল। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক সাংবাদিককে গ্রেফতারও করেছিল উত্তরপ্রদেশ প্রশাসন। এবার ফের এমন ঘটনায় অস্বস্তিতে যোগী সরকার।