নারী সুরক্ষার দিকে নজর দিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘বেটি বাঁচাও, বেটি পাড়াও’ কর্মসূচী নিয়ে দেশজুড়ে প্রচারও চালিয়েছে বিজেপি। কিন্তু আদতে নারী সুরক্ষায় কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে বিজেপি তথা মোদী সরকার, তা নিয়ে বারবারই উঠছে প্রশ্ন। কারণ কখনও খোদ বিজেপি বিধায়কের বাড়ি চাকরি চাইতে যাওয়া কিশোরীকে নিগ্রহ, তো কখনও আবার তরুণীকে গণধর্ষণ বা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে আইনের ছাত্রীর শ্লীলতাহানী-ধর্ষণ- এমনই নানা ঘটনা লেগেই রয়েছে গোটা দেশ জুড়ে। এরই মধ্যে চিন্ময়ানন্দের পর ফের একই অভিযোগ উঠল আর এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন অরুণাচল প্রদেশের এক মহিলা চিকিৎসক। ৩০ বছর বয়সের এই মহিলা চিকিৎসকের অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
ইটানগরের পুলিশ সুপার তুম্মে আমো জানান, মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত গোরুক পারদুং অরুণাচলের বামেং আসনের বিজেপি বিধায়ক। জানা গেছে, ওই মহিলা চিকিৎসকের অভিযোগ, ১২ অক্টোবর গভীর রাতে ইটানগরের এক হোটেলে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বিধায়ককে জেরার জন্য পুলিশ তাঁর বাড়িতেও গিয়েছিল। তবে বিধায়কের দেখা মেলেনি। মনে করা হচ্ছে, অভিযুক্ত বিধায়ক আত্মগোপন করেছেন। তবে পুলিশ সূত্রে খবর, চাপের মুখে এখন ওই বিজেপি বিধায়কও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ ওই মহিলা চিকিৎসক নিজের ইচ্ছেতেই হোটেলে এসেছিলেন। এবং যৌন সম্পর্কে উভয়েরই সম্মতি ছিল।