কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার পর গত ২ মাসে ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও সেনা বাড়িয়েছে ভারতীয় সেনা বাহিনী। ৫ আগস্ট ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে অশান্তি ও সন্ত্রাস ছড়ানোর চেষ্টায় অস্বাভাবিকহারে বেড়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের সংখ্যা।
নর্দান আর্মি কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল রণবীর সিং জানিয়েছেন, ‘সরকারের কঠোর সিদ্ধান্তের পর থেকেই উপত্যকার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ছড়ানোর সব রকম চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ৫ আগস্টের পর থেকে প্রায় প্রত্যেক দিনই সংঘর্ষবিরতি লঙ্ঘন এবং অনুপ্রবেশের ঘটনা ঘটছে। নর্দান কমান্ডের বাইরে থেকেও ফোর্স আনানো হয়েছে। এখন সীমান্তের কোনও অংশ অরক্ষিত নেই।’ বাহিনী সূত্রের খবর, উধমপুরে কর্তব্যরত সেনার নর্দান কমান্ড জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদ বিরোধী সব কাজের জন্যে প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত।
প্রসঙ্গত, চলতি বছরে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত ২৩১৭ বর্ডার ভায়োলেশনের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১৬২৯ এবং ২০১৭ সালে মাত্র ৮৬০। গোয়েন্দাসূত্রে জানা গিয়েছে, কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ এবং রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যেসব সন্ত্রাসবাদী ক্যাম্প ও লঞ্চ প্যাড রয়েছে সেখানে অন্তত ৫০০ সন্ত্রাসবাদী রয়েছে। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে ২৫০ থেকে ৩০০ সন্ত্রাসবাদী। এরা যাতে উপত্যকা এলাকায় আর কোনোভাবে সন্ত্রাস ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে তৎপর সেনাবাহিনী।