এখনও পর্যন্ত ভোটার তালিকায় তাদের নামধাম সংশোধন করেছেন রাজ্যের ৩৭ শতাংশ মানুষ। মনে করা হচ্ছে দুর্বল পরিকাঠামোর কারণে তা এখনও করে উঠতে পারেননি বহু মানুষ। ফলে সমস্যা একটা থেকেই যাচ্ছে। তাই সেই সমস্যার সমাধান করল নিরবাচন কমিশন।
খানিকটা স্বস্তি দিল নির্বাচন কমিশনের ঘোষণা। ভোটার তালিকা সংশোধনের সময়সীমা ৩৩ দিন বাড়িয়ে দিল কমিশন। অর্থাত্ ১৬ অক্টোবরের পরিবর্তে নির্বাচন কমিশনের ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম বা ইভিপি চলবে ১৮ নভেম্বর অবধি।
কীভাবে সংশোধন করবেন ভোটার তালিকা?
গুগল প্লে স্টোর থেকে ‘Voter Helpline’ অ্যাপ আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিন। ডাউনলোডের আগে এই অ্যাপটি ভারতীয় নির্বাচন কমিশনের কিনা, তা দেখে নিতে ভুলবেন না!
ডাউনলোড করার পর অ্যাপটি আপনার ফোনের বেশ কয়েকটি ড্রাইভের ‘অ্যাক্সেস’ চাইবে। ‘Agree’ অপশনে ক্লিক করে প্রথমে ‘Voter Helpline’-কে আপনার স্মার্টফোনের কয়েকটি ড্রাইভের ‘অ্যাক্সেস’ দিয়ে দিন।
এ বার ‘ইভিপি’ লেখা ট্যাবে ক্লিক করলেই শুরু হয়ে যাবে ভোটারের তথ্য যাচাই করার প্রক্রিয়া। চাওয়া হবে আপনার মোবাইল নম্বর। এই মোবাইল নম্বর লিঙ্ক করা হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওটিপি অ্যাপের নির্দিষ্ট অংশে সাবমিট করে লগ ইন করুন। এ বার এপিক নম্বরের সাহায্যে আপনার ভোটার কার্ডের তথ্য খোঁজা হবে। আপনার তথ্য পাওয়া গেলে ‘its me’ অপশনে ক্লিক করে নিশ্চিত করুন। এর পর মোবাইলের স্ক্রিনে আসা ‘YES’ অপশনে ক্লিক করলেই ভোটার কার্ডের সঙ্গে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি সংযুক্ত হয়ে যাবে।