আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারে নেমেই এবার ফের কেন্দ্রকে তুলোধোনা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। আগামী ৬-৭ মাসে পরিস্থিতি আরও খারাপ হবে। এমনই অভিযোগ তুলে বিজেপিকে তাঁর তোপ, ‘দেশের যুবকরা কাজ চাইছেন। আর সরকার তাঁদের চাঁদ দেখতে বলছেন।’ লাতুর জেলার অওসায় ওই নির্বাচনী জনসভায় রাহুল বলেন, আসল সমস্যাগুলির কথা না বলে মোদী ও তাঁর দল ৩৭০ ধারা ও চন্দ্রযানের মতো ইস্যুগুলির দিকে মানুষের মন ঘুরিয়ে দিচ্ছে। আর এরপরই প্রাক্তন কংগ্রেস সভাপতির কটাক্ষ, বেকাররা যখন চাকরি চাইছেন, সরকার তাঁদের চাঁদ দেখতে বলছে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর নাম না নিয়ে রাহুলের তোপ, চন্দ্রযান নিয়ে ইসরোর বহু বছরের পরিশ্রম সত্ত্বেও এখন সব কৃতিত্ব একজন নিচ্ছে।
প্রসঙ্গত, ভারতে এখন অর্থনীতির অবস্থা বেহাল। বিভিন্ন সমীক্ষা ও অর্থনীতিবিদদের তথ্যেই তা স্পষ্ট হচ্ছে। দেশের অর্থনীতি বর্তমানে বেশ চাপের মুখে। বৃদ্ধির হার কমছে। মন্দার জেরে একের পর এক শিল্পসংস্থা কর্মী ছাঁটাই করছে। কর্মসংস্থানের হারও বেশ কম। মহারাষ্ট্রে প্রচারে গিয়ে সেই সমস্ত বিষয় নিয়েই সরব হয়েছেন রাহুল গান্ধী। লাটুরে তাঁর জনসভায় বেশ ভালই ভিড় হয়েছিল। রাহুল বলেন, ‘মৌলিক চাহিদা ও সমস্যা থেকে দেশের মানুষের নজর ঘোরাতেই চন্দ্রযান অভিযানের মতো বিষয়কে প্রচারে নিয়ে আসা হচ্ছে। দেশের যুব সম্প্রদায় যখন কাজের জন্য আওয়াজ তুলছে, তখন সরকার চাঁদ দেখাচ্ছে। মানুষের নজর ঘোরাতে সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসব করছেন। শুধু তাই নয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নীরব থাকার জন্য সংবাদমাধ্যমেরও তীব্র সমালোচনা করেছেন রাহুল। কৃষকদের দুর্দশা ও বেকারত্ব নিয়ে তারা চুপ কেন, সে প্রশ্নও তুলেছেন। তাঁদের বদলে দেশের ১৫ জন ধনী ব্যক্তির সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।