এবার থেকে গৃহঋণের আবেদনের প্রক্রিয়া শুরু করার জন্য প্রসেসিং চার্জ নেবে এসবিআই। শুধু গৃহঋণের ক্ষেত্রেই নয়, টপ আপ ঋণ নিতে হলেও গ্রাহকদের বাড়তি টাকা দিতে হবে। ব্যাঙ্কের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত বলে এসবিআই-এর তরফে জানানো হয়েছে। এজন্য আগামী ১৫ অক্টোবর থেকে নেওয়া হবে ০.৪ শতাংশ হারে প্রসেসিং ফি।
আরবিআই রেপো রেট কমালে গৃহঋণে সুদ কমিয়েছে এসবিআই। তাতে একটু সুরাহা মিললেও সেই সঙ্গে আবার সেভিংস অ্যাকাউন্টে সুদ কমিয়ে দিয়েছে। এর পরে চালু হচ্ছে প্রসেসিং ফি। এর ফলে শীঘ্রই গ্রাহকদের উপরে নতুন বোঝা বাড়বে।
ইদানীং, স্টেট ব্যাঙ্কের উপরে অনাদায়ী ঋণের পরিমাণ এতোটাই বেড়ে গিয়েছে স্টেট ব্যাঙ্কে যে একাধিক ক্ষেত্রে সার্ভিস চার্জ এবং প্রসেসিং ফি চালু করছে। কয়েকদিন আগেই আয় বাড়াতে স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। সেই সঙ্গে কমিয়েছে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। যার লক্ষ্য একটাই – আয় বাড়ানো।
সামনেই দীপাবলী। অনেকেই দীপাবলীতে ঋণ নিয়ে গাড়ি বাড়ি কেনেন। সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে স্টেটব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রসেসিং ফি মকুবের যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। মাত্র ১৫ অক্টোবর পর্যন্ত গৃহঋণের প্রসেশন ফি মকুব করা হবে। তার পরে যথারীতি পূর্ব নির্ধারিত নিয়মেই গৃহঋণের আবেদনের প্রক্রিয়া শুরু করার জন্য প্রসেসিং ফি নেওয়া হবে।