বাণিজ্য নগরীর রাজপথে চিরতরে বন্ধ হয়ে গেল ‘সড়ক’, ‘ট্যাক্সি নম্বর 9211’, ‘কিউ কি ম্যায় ঝুট নেহি বোলতা’-র মতো একাধিক সিনেমার চরিত্র হয়ে ওঠা হলুদ-কালো ট্যাক্সি। মুম্বইয়ের আইকনিক হলুদ-কালো ট্যাক্সি আশঙ্কার প্রহর গুনছিল। অবশেষে সেই আশঙ্কা সত্যি হল।
১৯৭৪ সাল থেকে মুম্বইয়ের পথে চলতে শুরু করে সে। নয়ের দশকে ৬৩,২০০টি পদ্মিনী ট্যাক্সি মুম্বই ট্রান্সপোর্ট বিভাগে রেজিস্ট্রার হয়েছিল। ২০০০ থেকে উৎপাদন বন্ধ, সেইসঙ্গে ২০১৩ থেকে ২০ বছরের পুরনো ট্যাক্সির উপর নিষেধাজ্ঞা জারি হয়। শেষ কয়েক বছর ৫০টা পদ্মিনী ট্যাক্সি দেখা যেত মুম্বইয়ের রাস্তায়। এবার থেকে দেখা মিলবে না সেটুকুরও। পোশাকি নাম ‘পদ্মিনী’। রানি পদ্মিনীর নামে করা হয়েছিল এই ট্যাক্সির নামকরণ।
ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে প্রশাসন। কলকাতায় যেমন হলুদ ট্যাক্সি, মুম্বইতে তেমনই কালো-হলুদ পদ্মিনীই হয়ে উঠেছিল শহরের অন্যতম পরিচয়। ২০০০ সালের পর থেকে উৎপাদন বন্ধ। উৎপাদনকারী সংস্থা ফিয়েট জানিয়েছিল, চাহিদা নেই, তাই চিরতরে বন্ধ করে দেওয়া হবে এই যান।