বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশকে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মঞ্জু রানি। জীবনে প্রথম বড় প্রতিযোগিতায় নেমেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু, সেই স্বপ্ন সফল হল না। রবিবার ফাইনালে রাশিয়ান বক্সার একতারিনা পাল্টসেভার কাছে ৪-১ হেরে গেলেন ভারতের মেয়ে। ৪৮ কেজি বিভাগ থেকে রুপো জিতে দেশে ফিরছেন মঞ্জু।
টুর্নামেন্ট থেকে সোনা জিততে না পারলেও হৃদয় জিতে নিয়েছেন মঞ্জু। এ দিন ফাইনালে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে বেঁচে ছিলেন হরিয়ানার বক্সার। মঞ্জু এ দিন রুপো জেতার ফলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ জিতে অভিযান শেষ করল। এর আগে ২০১১ সালে মেরি কম প্রথম বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নেমে ফাইনালে পৌঁছেছিলেন। মঞ্জুও তাই।
অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন মঞ্জু। আট বছর আগে ক্যানসারে মারা যান তাঁর বাবা ভীমসেন সিংহ। মঞ্জুর তখন মাত্র ১২ বছর বয়স। বাবা চলে যাওয়ায় আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যায় মঞ্জুদের। দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে মঞ্জু রানি উঠে এসেছেন। শনিবার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে তাইল্যান্ডের চুথামাত রকসাতকে ৪-১-এ হারিয়ে পৌঁছেছিলেন ফাইনালে। রবিবার তাঁর স্বপ্নের দৌড় থেমে গেল। এই ফাইনালে পৌঁছনোর লড়াইকে পাথেয় করে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার লক্ষ্যে হরিয়ানা তরুণী। সামনেই টোকিও অলিম্পিক। সেটাই এখন পাখির চোখ তাঁর।