বিধানসভা ভোটের কারণে মহারাষ্ট্রে জোরকদমে চলছে প্রচার। আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন সভা করতে। সেই সভায় লোক আনতে তৎপর বিজেপির তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। আর এই কাজ করতে গিয়েই বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের মন্ত্রী পরিণয় ফুকে। সরাসরি দলের কর্মীদের ট্রাফিক আইন ভাঙতে বললেন তিনি।
আগামী রবিবার সাকোলিতে প্রধানমন্ত্রীর র্যালিতে বেশি সংখ্যক লোককে আসার আহ্বান জানাতে গিয়ে বিজেপি প্রার্থী ফুকে বলেন, ‘বাইকে তিনজন করে যাবেন। যদি পুলিশ আটকায়, তখন আমার নাম বলবেন। আর এটাও জানাবেন যে, বাইকটা আমার। তারপরও যদি পুলিশ ধরে আমি আপনাদের বাঁচাব। চিন্তা করবেন না।’
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ফুকের এই বক্তব্য ভাইরাল হতেই জোটসঙ্গী শিবসেনার নেতা কিশোর তিওয়ারি এর নিন্দা করেছেন। পাশাপাশি দাবি করেছেন, তাঁকে যেন এ ধরনের মন্তব্য করার জন্য বিজেপি থেকে বহিষ্কার করা হয়। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচনী কমিশনারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
একদিকে যখন কেন্দ্রের বিজেপি সরকার ট্রাফিক আইন যাতে না ভাঙা হয়, সেজন্য কড়া আইন আনছে। অন্যদিকে, তাঁদের দলেরই বিধায়ক এ ধরনের মন্তব্য করে দলকে বিপাকে ফেলছেন।