অন্ধ্রপ্রদেশে এখন ক্ষমতার ব্যাটন ওয়াই এস আর কংগ্রেসের নেতা জগনমোহন রেড্ডির হাতে। কিন্তু রাজ্যের অন্যতম বিরোধী দল তেলুগু দেশম নেতা ও কর্মীরা বারবার অভিযোগ করছেন, তাঁদের নানাভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এবার টিডিপির শীর্ষ নেতা চন্দ্রবাবু নায়ডু বললেন, সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। জগন এমন আচরণ করছেন যাতে মনে হচ্ছে, তিনি মানসিকভাবে সুস্থ নন।
তাঁর কথায়, ওয়াই এস আর কংগ্রেস জনবিরোধী কাজকর্ম করে চলেছে। বেআইনিভাবে অন্যান্য দলের নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে। এর ফলে অকারণে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করত, আমিও তাদের সঙ্গে ভালো আচরণ করতাম। কিন্তু জগনের আচরণে মনে হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ।
শনিবার চন্দ্রবাবু নায়ডু গিয়েছেন বিশাখাপত্তনমে। সেখানে তিনি অনুগামীদের সঙ্গে টিডিপির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। পরে বলেন, ওয়াই এস আর কংগ্রেস খুবই খারাপ দল। সেই দলের নেতারা এখন ‘জে ট্যাক্স’ আদায় করছেন। জে ট্যাক্স মানে জগন ট্যাক্স। আমি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। কিন্তু জগনের মতো কাউকে দেখিনি। সরকারকে সতর্ক করে তিনি বলেন, তারা এই উদ্ধত আচরণ ত্যাগ করুক। বেছে বেছে আমাদের দলের নেতা-কর্মীদের আক্রমণ করা হচ্ছে। কাজটা ঠিক হচ্ছে না।
টিডিপির অভিযোগ, জগন ক্ষমতায় আসার পরে তাদের আটজন সমর্থকের মৃত্যু হয়েছে। তাঁদের বেশিরভাগই গুন্টুর জেলার পালান্ডু অঞ্চলের বাসিন্দা ছিলেন। ওই অঞ্চলে প্রায়ই রাজনৈতিক হানাহানি হয়ে থাকে। গত মাসে জগন সরকারের বিরুদ্ধে বিরাট প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল টিডিপি।