উন্নাও কাণ্ডের ধর্ষিতা গত ৮ জুলাই উত্তরপ্রদেশের রায় বরেলিতে বড় দুর্ঘটনায় পড়েন। তিনি নিজে ও তাঁর আইনজীবী গুরুতর আহত হন। তাঁর পরিবারের দু’জন মারা যান। অভিযোগ, ধর্ষণের দায়ে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনগারই জেল থেকে ধর্ষিতাকে খুনের ছক কষেছিলেন। কিন্তু দুর্ঘটনা নিয়ে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে উড়িয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের তত্ত্ব।
ধর্ষিতা তরুণীর কাকা রায় বরেলি জেলে বন্দি আছেন। তাঁর সঙ্গে দেখা করে সপরিবারে ফিরছিলেন অভিযোগকারিণী। তাঁরা দুর্ঘটনার সময় মারুতি সুজুকি সুইফট গাড়িতে ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে একটি ট্রাক সেই গাড়িতে ধাক্কা মারে। ট্রাকের চালক আশিস কুমার পাল ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ করা হয়েছে। অর্থাৎ সিবিআইয়ের বক্তব্য বৃষ্টির মধ্যে যথেষ্ট সতর্ক না হয়ে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল বলে গোয়েন্দারা মনে করছেন না।
দুর্ঘটনার পরে দেখা গিয়েছিল, ঘাতক ট্রাকটির নম্বর প্লেটের ওপরে কালো রঙ করা আছে। ধর্ষিতার জন্য পুলিশ নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করেছিল। কিন্তু দুর্ঘটনার সময় রক্ষী গাড়িতে ছিলেন না। মেয়েটির মা পরে বলেন, জেলের মধ্যে কুলদীপ সেনগারের কাছে ফোন আছে। জেলের ভিতরে বসেই তিনি অপরাধীদের নির্দেশ দেন। এতকিছুর পরেও সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে সংশয় দেখা দিচ্ছে।