জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদ করার পর দুমাস কেটে গেছে। বিক্ষিপ্তভাবে স্থানে স্থানে কিছু অশান্তি লেগেই আছে উপত্যকায়। সেই পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার থেকে ভূস্বর্গে চালু হবে পোস্টপেইড মোবাইল ফোনের সংযোগ। এমনটাই শনিবার একটি সাংবাদিক বৈঠকে জানায় রাজ্য প্রশাসন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সমাপ্ত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্জলে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর থেকেই নিরাপত্তার খাতিরে জম্মু ও কাশ্মীরে মোবাইল ফোন সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ভূস্বর্গের দরজা। এবার সোমবার দুপুর থেকেই পোস্টপেইড মোবাইল ফোনের সংযোগ পুররুদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন এই রাজ্যের মুখ্যসচিব রোহিত কানসাল।