চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে এসেছেন। গোটা চেন্নাই জুড়ে সাজসাজ রব। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া বার্তা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। স্পষ্ট বললেন, ‘প্রধানমন্ত্রী এবার ৫৬ ইঞ্চি ছাতি দেখান। যাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাক অধিকৃত কাশ্মীরের ৫ হাজার কিমি দখল করে রাখা জায়গা খালি করে দেন। আর ৫জি’র জন্য চীনের সংস্থা হাওয়াইকে ভারতে ঢুকতে দেওয়া যাবে না বলে পরিষ্কার করে দেওয়া হোক’।
শুক্রবারই চেন্নাইয়ের মাম্মালাপুরম এলাকায় মোদী–জিনপিং শীর্ষ বৈঠক রয়েছে। তার আগেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিলেন কপিল সিব্বাল। যে চীন বারবার ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তাঁকেই এভাবে দেশে ডেকে এনে বৈঠক বেমানান বলে মনে করছেন এই কংগ্রেস নেতা। জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর মুখোমুখি হচ্ছেন মোদী–জিনপিং। সেখানে এই ইস্যু উঠতেই পারে বলে মনে করা হচ্ছে।
চীনের পক্ষ থেকে কারাকোরাম এলাকা দখল করে রাখা হয়েছে। তা খালি করার কথা বলে নিজের ৫৬ ইঞ্চি ছাতি দেখাতে বলেছেন সিব্বাল। ভারতে ৫জি নেটওয়ার্কের জন্য চীনের হাওয়াইকে ঢুকতে দেওয়া যাবে না বলেও টুইট করে জানিয়েছেন তিনি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।