বিজয় হাজারে ট্রফিতে যাত্রাটা ভালো হয়নি বাংলা দলের। ব্যাকগিয়ারেই শুরু করেছিল মনোজদের দল। তবে প্রথমের ধাক্কা সামলে নিয়ে বেশ কিছুটা ভালো স্থানে রয়েছে বাংলা। ‘সি’ গ্রুপের ম্যাচে বিহারকে ৯ উইকেটে হারাল বাংলা। আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে বাংলা দল।
টস জিতে প্রথমে ব্যাট করে বিহার ৭ উইকেটে ২১৬ রান তোলে। বাবুল কুমার সর্বাধিক ৯৩ রান করেন। বাংলার হয়ে আকাশ দীপ তিনটি ও সায়ন গোষ দু’টি উইকেট পেয়েছেন।
জবাবে বাংলা ৪০.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয়। ওপেনার শ্রীবৎস গোস্বামী ২৩ রানে আউট হলেও ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ বিহারের বোলারদের মাথা তোলার সুযোগ দেননি। সেঞ্চুরি হাঁকান তিনি। ১০টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে অভিমন্যু ১১২ রানে অপরাজিত থাকেন। অভিষেক রামনও দারুণ ব্যাট করেন। তিনি অপরাজিত থাকেন ৬১ রানে। শুরুর দিকে হেরে কিছুটা চাপে থাকলেও বর্তমানে কিছুটা ভালো জায়গায় আছে বাংলা। এই ধারাবাহিকতা বজায় রাখলে লীগে বেশ ভালো ফল করবে আশাবাদী অরুণ লালের।