দক্ষিণ কলকাতার যে পুজোগুলো দেখতে প্রতিবছরই মানুষের ভিড় উপচে পড়ে, তাদের মধ্যে অন্যতম বাবুবাগান সর্বজনীনের পুজো। গতবার সাধারণ মানুষের সঙ্গে বাঙালির নিজস্ব বাদ্যযন্ত্রের পরিচয় করাতে টেরাকোটার মাধ্যমে ‘বাংলার মাটিতে সুরের মূর্ছনা’ তুলেছিল তারা। আর এবার ৫৮ তম বর্ষে তাদের নিবেদন ‘শান্তিরূপেন সংস্থিতা’। গোটা ভাবনা ও রূপায়নের দায়িত্ব সামলেছেন অধ্যাপিকা সুজাতা গুপ্ত। প্রতিমা গড়েছেন বাপি দাস।
বাংলার অতি প্রাচীন শিল্প পটচিত্রের মাধ্যমে ‘শান্তিরূপেন সংস্থিতা’ থিমটির উপস্থাপনা করেছে বাবুবাগান। পশ্চিম মেদিনীপুরের পিংলা নয়াগ্রামের শিল্পীদের হাতের কাজে পটচিত্রে ফুটে উঠেছে শান্তি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তাও দেওয়া হচ্ছে। মানুষও যে উচ্ছ্বসিত এই পুজো দেখে, দর্শনার্থীদের হাবভাবেই তা পরিষ্কার। পুজোর বাকিদিনও যে এই পুজো দেখতে আসবেন দূরদূরান্তের মানুষ, এ কথা হলফ করেই বলা যায়।